ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গুজবকে উড়িয়ে দিলেন রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
গুজবকে উড়িয়ে দিলেন রামোস সার্জিও রামোস

ঢাকা: সান্তিয়াগো বার্নব্যু ছেড়ে কোথাও যাচ্ছেন না দলের তারকা ফুটবলার সার্জিও রামোস। এমনটি জানিয়ে রিয়াল মাদ্রিদের এ ডিফেন্ডার বলেন, রিয়াল ছেড়ে অন্য কোনো ক্লাবের হয়ে খেলার কথা চিন্তাও করতে পারেন না তিনি।



সম্প্রতি চুক্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে রিয়াল ছেঢ়ে অন্য কোনো ক্লাবে বিশেষ করে ইংলিশ প্রিমিয়ারের কোনো দলে যোগ দিতে চলেছেন রামোস, এমন গুজব রটে। তবে, রামোস জানালেন চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ক্লাবের সঙ্গে তার কোনো বিরোধ নেই।

এ প্রসঙ্গে রামোস বলেন, আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি এ ক্লাবের হয়ে আরো অন্তত দুই বছর খেলে যেতে চাই। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আমার সেভাবেই চুক্তি হয়েছে। আগামী দু’বছর আমি অন্য কোনো ক্লাবে যাচ্ছি না।

স্পেনের হয়ে ১২৪ ম্যাচ খেলা রামোস রিয়াল মাদ্রিদেই স্বাচ্ছন্দে আছেন জানিয়ে বলেন, যারা বলছে আমি অন্য কোনো ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হতে চলেছি, তাদেরকে বলে রাখছি এমন কোনো সিদ্ধান্ত আমি নেইনি।

২০০৫ সালে রামোস সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান। রিয়ালের হয়ে ৩০৪ ম্যাচ খেলা রামোস এ ক্লাবের হয়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ছাড়াও তিনবার লা লিগা আর দুই বার করে কোপা দেল রে এবং সুপার কোপা জিতেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।