ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ডাকাতের কবলে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ডাকাতের কবলে ডি মারিয়া অ্যাঞ্জেল ডি মারিয়া

ঢাকা: ডাকাতের কবলে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে এতে কোন ধরণের ক্ষতির মুখে পড়তে হয়নি এ আর্জেন্টাইন তারকাকে।



বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে জানা যায়, চেশায়ারে আর্জেন্টাইন তারকার ভাড়া বাসায় ডাকাত দল আক্রমণ চালায়। আর সে সময় তিনি তার স্ত্রী ও সন্তানের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন।

তবে ডাকাত দল লোহার খুটির মাধ্যমে ডি মারিয়ার ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে সে সময় সাইরেন বেজে ওঠে আর সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তারা।

জানা যায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এ ঘটনাটি ঘটেছিল, যা ম্যানইউয়ের ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে লিচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে জয়ের পরেই হয়েছিল।

এদিকে ঘটনার পরপরই বাসার নিরাপত্তা কর্মীরা ডি মারিয়া ও তার পরিবারকে নিরাপদে হোটেলে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।