ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কুয়াদরাদোকে দলে ভেড়ালো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
কুয়াদরাদোকে দলে ভেড়ালো চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ফিওরেন্টিনার স্ট্রাইকার হুয়ান কুয়াদরাদোকে পুরোপুরি ভাবে দলে ভেড়ালো ইংলিশ ক্লাব চেলসি। এর আগে বেশকিছু দিন ধরে সিরিআর ক্লাব থেকে তাকে দলে নেয়ার গুঞ্জন চলছিল।

দলের অন্য ফুটবলার মোহাম্মদ সালাহকে ধারে অন্য ক্লাবে দেয়া নিশ্চিত হলে তাকে নেয়া হয়।

কুয়াদরাদো সাড়ে চার বছরের জন্য স্ট্যামফোর্ড ব্রিজে চুক্তিবদ্ধ হলেন। পাশাপাশি জার্মান তারকা আন্দ্রে শুরেলকে ২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ওলফসবার্গে বিক্রি করে ব্লুজরা।

এর আগে বিশ্বকাপ শেষে কুয়াদরাদোকে বার্সেলোনা অথবা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত চেলসিতেই আসেন তিনি। জানাযায় ২৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি দলে যোগ দিয়েছেন।

কলম্বিয়ান তারকা ২০০৯ সালে ইন্ডিপেন্ডেন্ট মেডেলিন ছেরে সর্ব প্রথম ইউরোপের ক্লাব উদিনেসে যোগ দিয়েছিলেন। পরে ২০১২ সালে তিনি ফিওরেন্টিনায় যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।