ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে কুতিনহো ফিলিপ কোতিনহো

ঢাকা: ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন দলের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। সেইসঙ্গে দলের কোচ ব্রেন্ডন রর্জাস জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা একদিন বিশ্বসেরা হবেন।



এর আগে কুতিনহোদু’বছর আগে অ্যানফিল্ডে যোগ দিয়েছিলেন। আর বর্তমানে অল রেডসদের সঙ্গে তিনি ২০২০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন।

এ উইঙ্গারের নতুন চুক্তিতে দলের সমর্থকরা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সমর্থকরা চাচ্ছেন দলের অন্যতম তারকা রাহিম স্টারলিংয়েরও চুক্তি নবায়ন করা হোক।

উলেখ্য, কুতিনহো২০১৩ সালে এসপিওনাল থেকে লিভারপুলে এসে এখন পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন। মাঝ মাঠ সামলানো এ তারকা দলের হয়ে ১০টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।