ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোর সঙ্গে ব্যবধান কমাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রোনালদোর সঙ্গে ব্যবধান কমাচ্ছেন মেসি

ঢাকা: মৌসুমের শুরুতে কিছুটা নিশ্চুপ থাকলেও যতই দিন যাচ্ছে নিজের পারফরম্যান্সের আলো ছড়িয়ে দিচ্ছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সর্বশেষ তার গোলেই লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে কাতালানরা জয় নিয়ে মাঠ ছাড়ে।



ম্যাচে বার্সা দু’বার পিছিয়ে পড়েও খেলার ৫৫ মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক গোল করলে ৩-২ ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে লুইজ এনরিকের দল। খেলায় অন্য দুটি গোল আসে নেইমার ও রাফিনহার পা থেকে।

এদিকে জয়সূচক গোল করার পর মেসির এখন লিগে ২২টি গোল। সেই সঙ্গে সর্বোচ্চ ২৮ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো থেকে ব্যবধান কমালেন আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর।

এর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেন নি রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। আর আগামী বুধবার সেভিয়ার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না পর্তুগিজ অধিনায়ক। আর এরই মাঝে মেসির সামনে সুযোগ এসেছে এগিয়ে যাওয়ার।

এখন দেখার বিষয় মৌসুম শেষে কে পাচ্ছেন সেরা গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ অ্যাওয়ার্ড?

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।