ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নতুন ক্লাবে চুক্তি করলেন রোলানদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নতুন ক্লাবে চুক্তি করলেন রোলানদো ছবি: সংগৃহীত

ঢাকা: পর্তুগিজ তারকা ফুটবলার রোলানদো এবার যোগ দিলেন আন্ডারলেখট ফুটবল ক্লাবে। বেলজিয়ামের এ জায়ান্ট ক্লাবটির সঙ্গে ইতোমধ্যেই চুক্তির কাজ সেরে ফেলেছেন রোলানদো।

তবে, সেটি ধারে খেলার চুক্তি হয়েছে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

রোলানদোর চুক্তির প্রসঙ্গে ক্লাবের ম্যানেজার হারম্যান ফন বলেন, রোলানদোকে দলে ভিড়িয়ে আমরা অনেকটা চিন্তা মুক্ত হয়েছি। সে অসাধারণ একজন সেন্ট্রাল ডিফেন্ডার। আমরা রোলানদোকে ক্লাবে পেয়ে তার কাছে অনেক বেশি প্রত্যাশা করছি।

তিনি আরও যোগ করেন, রোলানদোকে দলে আনতে আমাদের বেশ অর্থ খরচ হয়েছে, তবে তাকে অবশেষে আনতে পেরে আমরা এখন শীর্ষ শিরোপা গুলোর দিকে চোখ রাখতে পারছি।

২৯ বছরের তারকা ডিফেন্ডার রোলানদো পর্তুগালের হয়ে খেলেছেন ১৯টি ম্যাচ। পোর্তোর হয়ে এ পর্তুগিজ মাঠে নেমেছেন ১১২ ম্যাচ। এরপর তিনি ২০১৩ সালে খেলেছেন নাপোলিতে, ইন্টার মিলানের হয়েও তিনি খেলেছেন ২৯টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।