ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়াল হারলেই খুশি আলবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রিয়াল হারলেই খুশি আলবা জরদি আলবা

ঢাকা: লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। তবে, পরবর্তী দুই ম্যাচেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হবে লস ব্লাঙ্কসরা।

পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দলের বিপেক্ষ মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে, দুই ম্যাচেই যেন রিয়াল হারের স্বাদ পায় সেই কামনাই করছেন বার্সা ডিফেন্ডার জরদি আলবা।

আলবা বলেন, ‘আমি সব সময়ই রিয়ালের হার দেখতে চাই। কিন্তু, আমার দৃষ্টিটা বার্সাকে ঘিরেই। দলের হয়ে সব ম্যাচেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বার্সার জয়টাই আমার কাছে মুখ্য। রিয়াল হারলে পুনরায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ থাকবে আমাদের। ’

ঘরের মাঠ বার্নাব্যুতে আগামী পরশু সেভিয়ার বিপক্ষে খেলবে রিয়াল। এর একদিন পরেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে। রিয়াল যে কঠিন পরীক্ষায় আবর্তীত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানই তা জানান দিচ্ছে।

উল্লেখ্য, দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। একই কারণে আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অনুপস্থিত ছিলেন রোনালদো। তবে, ব্যালন ডি’অর জয়ী তারকাকে ছাড়াই ৪-১ এ ম্যাচ জিতে নেয় বেল-বেনজেমারা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।