ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দর্শক খরায় পুড়ছে গোল্ডকাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
দর্শক খরায় পুড়ছে গোল্ডকাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: আবারো দর্শক খরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ। অনেকটাই বিরান ভূমি পুরো গ্যালারি।

মঙ্গলবার বাহরাইন-থাইল্যান্ডের ম্যাচে পুরো স্টেডিয়াম জুড়ে মাত্র ৪০০ দর্শক হতে পারে।

হরতাল, অবরোধ আর কর্মব্যস্ত ঢাকার মাঠে দর্শক একটু কমই থাকে। তবে গতকাল সোমবার বাংলাদেশের ম্যাচে ঠিক যে ভাবে উপচে পড়া ভিড় ছিল তার সিকি ভাগও চোখে পড়েনি এ ম্যাচে।

তবে ফুটবল সংশ্লিষ্টরা বলছে সেমিফাইনালে আবারো মাঠে ফিরবে দর্শক। ম্যাচটি কম গুরুত্বপূর্ন হওয়ার ফলে দর্শক কম এসেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।