ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেমির ম্যাচটি আমার কাছে ফাইনাল: জাহিদ হোসেন

ইয়াসির উবাইদ, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সেমির ম্যাচটি আমার কাছে ফাইনাল: জাহিদ হোসেন ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সকালের সূর্য দেখে এখন দিনের শেষ বলা অনেক কঠিন। টুর্নামেন্ট শুরুর আগে যেই বাহরাইনকে ফেভারিটের তকমা দিয়ে যাচ্ছিল সবাই, সেই দলটি দেখে কেউ বুঝতেই পারছিল না এটি বাহরাইনের কততম 'অনূর্ধ্ব-২৩' দল!

প্রথম ম্যাচে দলটি সিঙ্গাপুরের বিপক্ষে গোল শূন্য ড্র করে আর মঙ্গলবার তারা ৩-০ গোলে থাইল্যান্ডের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।

তাই 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন থাইল্যান্ড এবং মাত্র এক পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর এই গ্রুপের রানার্সআপ বনে যায়। ফলে ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ লড়বে থাইদের বিপক্ষে। আর ৫ ফেব্রুয়ারি প্রথম সেমিতে মালয়েশিয়া খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।

থাইদের বিপক্ষে সেমিতে ভালো করতে আত্মপ্রত্যয়ী বাংলার টাইগাররা। দলের নির্ভরযোগ্য উইঙ্গার জাহিদ হোসেন বলেন, 'আমি চাই বাংলাদেশ-থাইল্যান্ড যেন ফাইনাল হয়। যদিও সেমির ম্যাচটি এখনও জিতিনি বা খেলাই হয়নি, সেক্ষেত্রে আমার এমন মন্তব্যকে অনেকেই ছেলেমানুষী মনে করতে পারেন। তারপরও বলবো, সেমির ম্যাচটিকে আমি নিয়েছি ফাইনালের মতো করে। আর ফাইনালের ম্যাচটি নেবো সেমির মতো! ফাইনাল যে খেলবোই, এ নিয়ে আমার আত্মবিশ্বাসের কোন কমতি নেই। আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, আমি হতে চাই এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। '

ম্যাচে দুর্দান্ত খেলেন উইঙ্গার জাহিদ হোসেন। অনেকেই মন্তব্য করেন, ক্লাব পর্যায়ে পারিশ্রমিক সংক্রান্ত অপরাধের কারণে বাফুফে কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় জেদ করে ভাল খেলেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশর জয়ের নায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস বলেন, ‘রাতে অনেক ভাল ঘুম হয়েছে। যদিও একটু দেরি করেই ঘুমিয়েছি। লঙ্কাকে হারিয়ে আমরা মাঠে তেমন উল্লাস করিনি, সেই উল্লাস করেছি রাতে হোটেলে ফিরে। অনেক মজা করেছি সতীর্থদের সঙ্গে বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা অনেক খুশি হয়েছেন। দোয়া করেছেন। বলেছেন আমাকে আরও ভাল খেলতে হবে। '

তিনি আরো বলেন, 'লংকানদের বিরুদ্ধে ম্যাচে আরও গোল করতে পারতাম। হয়তো হ্যাটট্রিকই হয়ে যেত। কিন্তু গোলের একাধিক সুযোগ নষ্ট হওয়াতে সেটা আর হয়নি। এজন্য ভীষণ আফসোস হচ্ছিল। তবে ম্যাচ শেষে সব আক্ষেপ দূর হয়ে গেছে। কেননা, বাংলাদেশ জিতেছে আর জয়সূচক গোলটি আমার পা থেকেই এসেছে। সেমিতে আমি প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ডকেই প্রত্যাশা করেছিলাম। থাইল্যান্ডের বিপক্ষে আমরা অবশ্যই ভালো করবো। '
 
কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম জায়ান্ট থাই যুবাদের হারিয়ে স্বপ্নের ফাইনালের টিকেট নিশ্চিত করেত পারবে তো বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর মিলবে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমির লড়াই শেষে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।