ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘এফ এ’ কাপে দারুণ জয় পেল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
‘এফ এ’ কাপে দারুণ জয় পেল ম্যানইউ সংগৃহীত

ঢাকা: ইংলিশ ‘এফ এ’ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে দু’দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছিল।



ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে নামে ম্যানইউ। কিন্তু, রেড ডেভিলসদের কোচ লুইস ফন গাল কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন। ফ্যালকাও না খেললেও ডি মারিয়া-পার্সিদের জয় পেতে বেগ পেতে হয়নি।

প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় ম্যারুয়েন ফেলাইনির অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের লিড এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার জুয়ান মাতা। সাত মিনিট পরেই রবিন ফন পার্সির অ্যাসিস্টে লিড দ্বিগুন করেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার মার্কোস রোহো। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রেড ডেভিলসরা।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার আন্দের হেরেরার অ্যাসিস্ট থেকে তৃতীয় গোলটি করেন পার্সির বদলি হিসেবে নামা ইংলিশ স্ট্রাইকার জেমস উইলসন। নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফন গালের শিষ্যরা।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ১৬ তারিখে এফ এ কাপের পঞ্চম রাউন্ডে প্রেস্টন নর্থ ইন্ডের মুখোমুখি হবে ম্যানইউ।

বাংরাদেশ সময়: ১০০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।