ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নেইমারদের বিপক্ষে প্রতিশোধের অপেক্ষায় সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
নেইমারদের বিপক্ষে প্রতিশোধের অপেক্ষায় সানচেজ সংগৃহীত

ঢাকা: চিলির তারকা ফুটবলার আলেক্সিজ সানচেজ ব্রাজিল অধিনায়ক নেইমারের বিপক্ষে খেলার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার এ অপক্ষোর প্রহর যে বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার জন্য, সেটি না বললেও সানচেজের উক্তিতে তা পরিস্কার।



আসন্ন কোপা আমেরিকার আয়োজক দেশ চিলি গত বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আগামী ২৯ মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে।

আর এ ম্যাচকে সামনে রেখে উদগ্রীব হয়ে আছেন চিলির স্ট্রাইকার সানচেজ। তিনি জানিয়েছেন, আমি আর অপেক্ষা করতে পারছি না। জাতীয় দলের হয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে আমার আর অপেক্ষা করতে ভালো লাগছে না। সে ম্যাচটি হবে আমাদের বিশ্বকাপের প্রতিশোধের ম্যাচ।

আর্সেনালের হয়ে খেলা সানচেজ আরও বলেন, এমিরেটস স্টেডিয়ামে আমি আমার ভক্ত সমর্থকদের পাশে নিয়ে খেলতে পারবো। আমি সে ম্যাচে আমার ভালো বন্ধু নেইমারের বিপক্ষে মাঠে নামবো। মার্চের সে ম্যাচে নেইমার আর তার দলকে আমি স্বাগত জানাই আর্সেনালের মাঠে।

‘ব্রাজিল আর চিলির মধ্যকার ম্যাচ সব সময় উত্তেজনা ছড়িয়ে থাকে। দুই দলই অ্যাটাক আর কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে খেলে থাকে। তাই এ ম্যাচটি আমার জন্য বিশেষ একটি ম্যাচ’ যোগ করেন সানচেজ।

ব্রাজিলের বিপক্ষে গত বিশ্বকাপের নক আউট পর্বে হেরে যায় চিলি। পেনাল্টি শুটআউটের মাধ্যমে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সানচেজরা। তাই বিশ্বকাপের পর আবারো দুই দলের মধ্যে খেলা হওয়ায় চিলির সামনে সময় এসেছে বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার।

তবে, ব্রাজিল দলটি নিজেরাও বিশ্বকাপের শেষ সময় হতাশায় পুড়েছে জার্মানির বিপক্ষে লজ্জাজনক ভাবে হেরে। বিশ্বকাপের পরে নেইমারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নেইমারের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ পরবর্তী ম্যাচে ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনা, জাপান, অস্ট্রিয়া আর তুরস্কের মতো দলকে হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।