ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যে কোনো মূল্যে জয় চাই: হেমন্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
যে কোনো মূল্যে জয় চাই: হেমন্ত ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের অন্যতম আবিস্কার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। দলের ১০ নম্বর জার্সি গায়ে তার অভিষেক হয় গত বছর ভারতের গোয়ায়।

সেই ম্যাচেই কোচের নির্ভরতার মান রেখেছিলেন তিনি। ম্যাচেও খেলেন ‘দশ’ নম্বর জার্সি গায়ে।

বুধবার শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবের মাঠে সেমিফাইনালে খেলার আগে অনুশীলন করে বাংলাদেশ দল।

সেমিফাইনালে তুলতে বাংলাদেশ দলের জয়ের নায়ক হেমন্ত ভিনসেন্টের দিকেই সংবাদ কর্মীদের নজর একটু বেশিই ছিল। সেখানে তিনি ১৪-নম্বর জার্সি গায়ে অনুশীলন করেন। এ সময় হেমন্ত বলেন, থাইল্যান্ডের আক্রমণভাগ, মিডফিল্ড আর ডিফেন্স তিন ক্যাটাগরিই ভালো। তারা বেশ শক্তিশালী দল। তবে, আমরা ছেড়ে কথা বলবো না। যে কোনো মূল্যেই আমরা এ ম্যাচে জিততে চাই।

তিনি আরও বলেন, থাইল্যান্ডের খেলার ধরণ গত দুই ম্যাচে আমরা দেখেছি। তারা সিঙ্গাপুরকে ৩-২ গোলে আর বাহরাইনকে ৩-০ গোলে হারিয়েছে। তবে, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। যেহেতু নিজেদের মাঠে খেলতে নামবো, সেহেতু এ ম্যাচে জিততে হলে যা যা করা দরকার তার সবই করবো। দেশের মান-সম্মানটাই আগে।

আগামী ৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মাঠে গড়াবে বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।