ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হাতের নাগালে বাংলাদেশের ফুটবল জার্সি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
হাতের নাগালে বাংলাদেশের ফুটবল জার্সি

ঢাকা: রাস্তায় হাঁটলেই আপনার চোখে পড়বে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে হেটে যাচ্ছে মানুষ। আর ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে সাকিব, তামিম, মুশফিকদের জার্সিতে ভরে গেছে দেশ।



কিন্তু একটু মনে করে বলুন তো আপনি কবে বাংলাদেশ ফুটবলের তারকা খেলোয়াড় এমিলি, মামুনুল বা ওয়াহেদের জার্সি পড়া কাউকে দেখেছেন? কি দেখেন নি তো? কারণ বাংলাদেশ ফুটবলের জার্সি বাজারে নেই বললেই চলে।

এরআগে বেশ কিছু ফুটবল সমর্থক নিজ উদ্যোগে জার্সি তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই মিশন। তবে এবার সে ফুটবল ভক্তদের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল হিসেবে তৈরি হয়েছে বেশ কিছু জার্সি। 'গোল বাংলাদেশ' নামে একটি প্রতিষ্ঠান থেকে জার্সিগুলো বাজারজাত করছেন তারা।  

প্রতিটি জার্সির দাম ৫০০ টাকা। ফোন, বিকাশ অথবা ইমেইলের মাধ্যমে অর্ডার করলে ঘরেই পৌঁছে যাবে বাংলাদেশ ফুটবল দলের জার্সি।

ফোন নং-০১৭৩৭০১০০৩৪, ইমেইল-getyourjersey@goalbangladesh.com

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।