ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মডেলিংয়ে মেসি, নেইমার ও সুয়ারেজরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মডেলিংয়ে মেসি, নেইমার ও সুয়ারেজরা (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: শীতের ছুটি ভালোই উপভোগ করলেন বার্সেলোনার তারকা ফুটবলাররা। ছুটিতে বার্সার স্পন্সর প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের একটি বিজ্ঞাপনে মডেল হলেন দলের সেরা তিন স্ট্রাইকার লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।



১৪০টিরও বেশি দেশে যাতায়াত করা কাতার এয়ারওয়েজের বিজ্ঞাপনটি ছিল এক মিনিট দুই সেকেন্ডের। যেখানে তিন স্ট্রাইকার ছাড়াও মডেলিং করেছেন অভিজ্ঞ ফুটবলার জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তা।

বিজ্ঞাপনটিতে আর্জেন্টাইন অধিনায়ককে দেখা যায় কারাতে খেলোয়াড় হিসেবে। তবে কোন রকম মারামারি নয়, ফুটবল নিয়েই লড়াই করতে দেখা যায় চার বারের ব্যালন ডি’অর জয়ীকে।

উরুগুইয়ান তারকা সুয়ারেজকে দেখা যায় কাউবয় চরিত্রে। আর বিভিন্ন চরিত্রে মডেলিং করেন নেইমার, পিকে ও ইনিয়েস্তা।

এর আগে গত রোববার বার্সা ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছিল।



বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।