ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্ররোচনার শিকার রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
প্ররোচনার শিকার রোনালদো সংগৃহীত

ঢাকা: সম্প্রতি লা লিগায় কার্দোবার বিপক্ষে অশোভন আচরণের জন্য রেফারি কতৃক সরাসরি লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পরে পর্তুগিজ অধিনায়ক দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান।

তবে রোনালদোর এ নিষেধাজ্ঞা বিপক্ষ দলের ডিফেন্ডারদের প্ররোচনা কারণে হয়েছে বলে জানিয়েছেন রিয়ালের সাবেক কিংবদন্তি হুগো সানচেজ।

গত বৃহস্পতিবার ৩০ বছরে পাঁ রাখা রোনালদো এর আগে কর্দোবার ডিফেন্ডার এডিমারের সঙ্গে ফাউল করলে লাল কার্ড দেখেন তিনি। ম্যাচে রিয়াল ২-১ গোলে জিতলেও নিষেধাজ্ঞা এড়াতে পারেন নি সিআর সেভেন।

এদিকে নিষেধাজ্ঞা শেষে আগামী রোববার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে আবারো মাঠে নামছেন ব্যালন ডি’অর জয়ী এ তারকা। আর এবার রোনালদোর পাশে দাড়িয়েছেন সানচেজ।

সানচেজ বলেন, ‘রোনালদো সবসময় প্ররোচনার শিকার হয়। আমি জানি সেদিন একটি দূর্ঘটনা ঘটেছিল। তবে সে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমনটি আর করবে না। ’

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।