ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

মেসির ট্যাটু রহস্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মেসির ট্যাটু রহস্য লিওনেল মেসি

ঢাকা: আবারো নিজের শরীরে ট্যাটু আঁকিয়েছেন ‍বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে, ঠিক কি কারণে তিনি নতুন এই উলকি বা ট্যাটু আঁকিয়েছেন তা নিশ্চিত নয়।

এবার তার ডান হাতের বাহুতে বেশ বড়সড় ট্যাটুই শোভা পাচ্ছে।

এমনিতে ট্যাটু আঁকানো নিয়ে মেসির তেমন আগ্রহ নেই। তার বার্সা সতীর্থ নেইমার-আলভেজরা যেখানে ক্ষনে ক্ষনেই শরীরের ট্যাটু পরিবর্তন করেন, সেখানে ২৭ বছর বয়সী মেসি এ নিয়ে কেবল তিনবার ট্যাটুপ্রীতি দেখিয়েছেন।

এর আগে বাম কাঁধের পেছনের অংশে নিজের মায়ের মুখের ছবি আঁকান মেসি। দ্বিতীয়টিতে তার ছেলে থিয়াগো মেসির অস্তিত্ব প্রকাশ পায়। জাদুকরী বাম পায়ের পেছনের অংশে ছেলে থিয়াগোর দু’হাতের ছাপ ও এর মাঝে তার নাম ফুটে উঠে।

দু’দিন পর লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। ঐ দিনই হয়তো ফুটবল প্রেমীরা নতুন ট্যাটু সম্বলিত মেসিকে দেখতে পাবেন।

উল্লেখ্য, এই মৌসুমে বার্সার হয়ে লা লিগায় ২১ ম্যাচে ২২ গোল এবং সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ৩২টি গোল করেছেন মেসি।

বাংরাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।