ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

মেসি, রোনালদোর থেকেও সেরা ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মেসি, রোনালদোর থেকেও সেরা ইব্রা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান ফুটবল বিশ্বে সেরা তারকা। তবে, সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ মেসি, রোনালদোকেও টপকে গেছেন বলে জানিয়েছেন তার এজেন্ট।



প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলা ইব্রাহিমোভিচ এবারের ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিলেন না। তবে, পিএসজির এ গোল মেশিন নিয়মিতই স্কোর করে যাচ্ছেন। এ মৌসুমে ২৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৮টি।

ইব্রার এজেন্ট মিনো রাইওলা বলেন, ইব্রাহিমোভিচ বার্সার মেসি আর রিয়ালের রোনালদোর থেকেও সেরা ফুটবলার। এ দু’জন ফুটবলারের থেকেও ইব্রা খেলার মাঠে বেশ শক্তিশালী।

তিনি আরও যোগ করেন, ইব্রাহিমোভিচ শুধু সুইডেনের সেরা তারকা নন, তিনি এ গ্রহের সেরা ফুটবলার।

৩৩ বছর বয়সী ইব্রা সুইডেনের হয়ে খেলেছেন ১০১টি ম্যাচ। দেশের জার্সি গায়ে তার গোলসংখ্যা ৫১টি। মালমো, আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, বার্সেলোনা আর পিএসজির হয়ে খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।