ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান হরতাল-অবরোধের-নাশকতা-সহিংসতায় দেশের নানা জায়গায় প্রতিদিনই হতাহত হচ্ছে সাধারণ মানুষ। এর মধ্যেই চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ।

শুরু হয়েছে গত ২৯ জানুয়ারি আর শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি, রোববার।

সংশয় থাকলেও সময়মতো ও সুষ্ঠভাবেই চলেছে আসরের ম্যাচগুলো। এখন শুধু চূড়ান্ত মহারণ শেষ হবার প্রতীক্ষায় সবাই। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরও থাকবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, জেলা ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মনজুর কাদেরসহ আরও অনেকে। অতিথি, খেলোয়াড়, স্টেডিয়াম এবং আশেপাশের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।

আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টের জন্য পুলিশ এবং র‌্যাবের পক্ষ থেকে যথোপযুক্ত নিরাপত্তা দেয়া হবে। শুধু তাদেরই নয়, প্রতিটি দলকেই দেয়া হবে ফিফা ও এএফসির বিধান মোতাবেক নিরাপত্তা। টুর্নামেন্ট উপলক্ষ্যে গঠিত সিকিউরিটি এ্যান্ড ট্র্যাফিক ম্যানেজমেন্ট কমিটি নিরাপত্তা বিধান ছিল সচেষ্ট। দৃশ্যমান ও অদৃশ্যমান দুই ধরনেরই নিরাপত্তা দেয়া হয়। হোটেল, খেলোয়াড়দের বহনকারী বাস, প্র্যাকটিস ভেন্যু, ম্যাচ ভেন্যুতে ছিল পর্যাপ্ত নিরাপত্তা। এছাড়া পাশাপাশি সাদা পোষাকেও নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফাইনালের দিন যেসব দর্শকের কাছে টিকিট থাকবে না, তাদেরকে স্টেডিয়াম পাড়াতেই ঢুকতে দেয়া হবে না। এমনকি ঢোকার আগেই স্টেডিয়ামের বাইরের রাস্তার সব পয়েন্টে প্রথম স্তরের নিরাপত্তা পার হতে হবে।

এরপর স্টেডিয়ামে ঢোকার মুখে তাদেরকে আরেকবার তল্লাশী করা হবে। ম্যাচ চলাকালীন সময়ে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। মাঠে ছোঁড়া যায় এমন কিছু (যেমন পানির বোতল) নিয়ে দর্শক ঢুকতে পারবেন না। গ্যালারিতে ফিজআপের নিদির্ষ্ট কিছু স্টল থাকবে। তবে তারা পানীয় বিক্রয় করার সময় বোতলের ছিপিটি খুলে নিজেদের কাছে রেখে দেবেন।

রোববার সকাল থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট দিয়ে সর্বসাধারণের গাড়ি প্রবেশ বন্ধ থাকবে। শুধু ভিভিআইপির গাড়ি ঢুকতে পারবে। ২ ও ৩ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন ভিআইপি টিকেটধারীরা। ৫, ৬, ৮, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন টিকিটধারী সাধারণ দর্শকরা। সাংবাদিকরা ১৫ ও কার্ডধারীরা ১৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। সংসদ সদস্য এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা ২১ নম্বর (রেড বক্স এবং হসপিটালিটি বক্স) গেট দিয়ে ঢুকতে পারবেন।  

ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে গ্যালারির গেটগুলো খুলে দেয়া হবে। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম মার্কেট বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিতও করেছে বাফুফে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।