ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

জয় নিয়ে শীর্ষেই রইল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জয় নিয়ে শীর্ষেই রইল চেলসি সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় অপ্রতিরোধ্য হয়েই এগিয়ে চলেছে চেলসি। শিরোপা প্রত্যাশী চেলসি এ ম্যাচে জয় পেয়েছে অ্যাস্টন ভিলাকে হারিয়ে।

২-১ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো হোসে মরিনহোর দল।

২২তম গেম ডে’তে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে পরের ম্যাচে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। আর এ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়লো মরিনহোর ছাত্ররা।

বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচের প্রথম লিড নেয় চেলসি। খেলার ৮ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করেন ইডেন হ্যাজার্ড। বেলজিয়ান এ তারকাকে গোলের অ্যাসিস্ট করেন ব্রাজিল তারকা উইলিয়ান। ফলে, ১-০ তে এগিয়ে যায় চেলসি।

হ্যাজার্ডের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। বিরতির পরে ম্যাচে ফেরে অ্যাস্টন ভিলা। দলকে সমতায় ফেরাতে গোল করেন জোরেস ওকোরে। আর সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন চার্লস জিল। তবে, ৬৬ মিনিটে ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে আবারো এগিয়ে যায় চেলসি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

আর এ জয়ের ফলে ২৪ ম্যাচে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল চেলসি। সমান ম্যাচে ৪৯ ও ৪৫ পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে ম্যানচেস্টার সিটি এবং সাউদাম্পটন।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।