ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটিকে চমকে দিল হালসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ম্যানসিটিকে চমকে দিল হালসিটি সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তের গোলে হারের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

নিজেদের মাঠে ১-১ গোলে ম্যানসিটি ড্র করেছে হালসিটির বিপক্ষে।

ম্যাচের প্রথম থেকেই এলোমেলো খেলতে থাকে জাবালেতা, সামির নাসরি, ফারনান্দো, সিলভা, আগুয়েরো আর ইডেন জেকোর মতো তারকারা। গোলের সুযোগ তৈরি করা তো দূরের কথা, উল্টো ম্যাচের ৩৫ মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিক হিসেবে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামা ম্যানসিটি।

হালসিটির হয়ে গোল করেন ডেভিড মেলার। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

বিরতির পর গোল শোধ দিতে মরিয়া হলেও স্বাগতিকরা হালসিটির রক্ষনভাগ ভাঙতে পারছিল না। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান জেমস মিলনার। তবে, তার দুই মিনিট আগেই আগুয়েরো আর নাসরির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ম্যাচের বাকিটা সময়ে গোলের দেখা না পেলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

এ ম্যাচে ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে ম্যানসিটি। তবে, জয় পেলেও দুইয়েই থাকতে হতো পেল্লেগ্রিনির ছাত্রদের। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৪৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারানো চেলসি।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।