ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

আর্সেনালের হারের দিনে ড্র করলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
আর্সেনালের হারের দিনে ড্র করলো লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে হার ও ড্রয়ের মুখ দেখলো বড় দুই জায়ান্ট দল আর্সেনাল ও লিভারপুল। এদিন টটেনহামের কাছে ২-১ গোলে হারে আর্সেনাল আর এভারটনের বিপক্ষে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে লিভারপুল।



এদিন টটেনহামের ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে আতিথিয়েতা নিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে খেলার প্রথামার্ধেই এগিয়ে যায় গানারনা। খেলার ১১ মিনিটে জার্মান তারকা মেসুত ওজিলের গোলে লিড নেয় আর্সেনাল।

তবে বিরতির পর খেলার ৫৬ ও ৮৬ মিনিটে স্বাগতিক ফুটবলার হ্যারি ক্যান জোড়া গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম।

অন্যদিকে ঘরের মাঠ গোদিসন পার্কে এভারটনের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেতে ব্যর্থ হয়েছে লিভারপুল। এদিন খেলার প্রথম থেকেই ‍অনেকটা ধীর গতির ফুটবল প্রদর্শন করে অল রেডসরা। তবে মাঝে দু’একটি সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি ব্রেন্ডন রজার্সের দল। শেষে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে গতবারের রানার আপরা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।