ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোর হাসি, সমর্থকদের লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
রোনালদোর হাসি, সমর্থকদের লজ্জা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যালেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদের হারের পর নিজের জন্মদিনের উৎসব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এতেই কাল হয়ে দাড়িয়েছে রিয়াল তারকার।

কারণ সমর্থকরা যে মানতে পারেন নি দলের এমন হারের পর সেরা তারকা এভাবে উদযাপন করবেন।

এর আগে অ্যাতলেটিকোর ঘরের মাঠ ভিসেন্ত কালদেরনে কার্লো আনচেলত্তির শিষ্যরা ৪-০ গোলে হেরে লজ্জায় পড়ে। আর দলের এ হারের পর দু’দলের মাঝে এখন মাত্র চার পয়েন্টের ব্যবধান।

এদিকে গত সপ্তাহে ত্রিশ বছরে পাঁ দেন পর্তুগিজ অধিনায়ক। আর মাদ্রিদেই রাতে জন্ম উৎসব পালন করেন তিনি। তবে রোনালদোর পাশাপাশি দলের অন্য ফুটবলাররাও এ উদযাপনে থাকায় চটেছেন সমরর্থকরা। আর গতকাল দলের অনুশীলন ক্যাম্প ভালদেবেবাসে দু’জন সমর্থক ব্যানারে রোনালদোকে উদ্দ্যেশ্য করে লিখেছেন, ‘আপনার হাসি, আমাদের লজ্জা’।

তবে সমর্থকদের এমন আচরণে রোনালদো হতাশ হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত এজেন্ট জর্জ মেন্ডেস। তিনি বলেন, ‘এ ব্যাপারে রোনালদো খুবই হতাশ। শত হলেও এটি তার জন্মদিন। আর এটি সে নসাৎ করতে পারে না কারণ তার পরিবার ইতিমধ্যে মাদ্রিদে উদযাপন করতে এসেছে।

তিনি আরো বলেন, ‘ভক্তদের রোনালদো কে আরো বেশি সমর্থন করা উচিৎ। কারণ সে বিশ্বসেরা ফুটবলার। ’

এদিকে রিয়াল হারলেও লা লিগায় বার্সেলোনা থেকে এক পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে আছে। আর আগামী শনিবার দলটি ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভোর বিপক্ষে লড়বে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।