ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাফুফে লটারির ড্র, প্রথম পুরস্কার বিজয়ী ‘ঙ-০৪০৬৩৯৩’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাফুফে লটারির ড্র, প্রথম পুরস্কার বিজয়ী ‘ঙ-০৪০৬৩৯৩’ ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার বিজয়ীর কুপন নম্বর ঙ-০৪০৬৩৯৩।



মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
 
বাফুফে সূত্র জানায়, লটারিতে মোট ৫০ লাখ টাকার ১ হাজার ১৬৫টি পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার বিজয়ী ঢাকায় একটি ফ্ল্যাট বাড়ি অথবা ৩০ লাখ টাকা পাবেন।

‌লটারির ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ড্র কমিটির আহ্বায়ক আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।