ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

১-০ গোলে জয় পেল খাইর ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
১-০ গোলে জয় পেল খাইর ক্লাব ছবি: প্রতীকী

ঢাকা: এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে তাজিকিস্তানের খাইর ক্লাবের মুখোমুখি হয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। এ ম্যাচে শেখ রাসেল ১-০ গোলে পরাজিত হয়েছে।



গত মৌসুমে তাজিকিস্তানের ঘরোয়া লিগ রানার্স-আপ খাইর ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ১২ নম্বর জার্সি পরিহিত রুস্তমোভ হাসান। ম্যাচের ২২ মিনিটে গোলটি করেন তিনি। তার একমাত্র গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর গোল শোধ দিতে পারেনি শেখ রাসেল। ফলে, নির্ধারিত সময় শেষে ১-০ গোলের হার মেনে নেয় শেখ রাসেল।

রাসেলের হয়ে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন গোলরক্ষক মামুন খান, তপু, ওয়ালি ফয়সাল, রেজাউল, মিথুন, সোহেল রানা, রাব্বি, ইউসুফ সিফাত। এছাড়া শুরুর একাদশে বিদেশি ফুটবলারদের মধ্যে শেখ রাসেলের কোচ দ্রাগন দুকানোভিচ মাঠে পাঠিয়েছিলেন বোজান, প্রিস্টলি আর কিংসলেকে।

এ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এমিলি, জাহিদ, হেমন্তর মতো ফুটবল তারকারা। বাংলাদেশে অনুষ্ঠিত গোল্ডকাপের ফাইনালে জাতীয় দলের হয়ে খেলার কারণে তারা দলের সঙ্গে তাজিকিস্তান যেতে পারেননি। তাই কিছুটা দুর্বল দল নিয়েই মাঠে নামে শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।