ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ফেদেরারকে হারিয়ে উইম্বলডন জিতলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ফেদেরারকে হারিয়ে উইম্বলডন জিতলেন জোকোভিচ নোভাক জোকোভিচ / ছবি : সংগৃহীত

ঢাকা: টানা দু’বার উইম্বলডনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। হাইভোল্টেজ ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এ শিরোপা জয়ের স্বাদ নেন তিনি।



অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম দুই সেটেই দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। জোকোভিচ প্রথম সেটটি ৭-৬ (৭-১) এ জিতলেও পরের সেটেই ঘুরে দাঁড়ায় ফেদেরার। সুইস তারকা ৭-৬ (১২-১০) গেমে জিতে সমতায় ফেরেন।

তবে, তৃতীয় ও চতুর্থ সেটে আধিপত্য বিস্তার করে খেলেন র্যাকিংয়ের শীর্ষে থাকা জোকোভিচ। তাই শেষ পর্যন্ত লড়াই করেও সার্বিয়ান টেনিস তারকার বিপক্ষে আর পেরে উঠেননি ফেদেরার। ৬-৪, ৬-৩ গেমে হেরে যান শেষ দুটি সেট। সেই সঙ্গে তার অষ্টমবারের মতো উইম্বলডন জেতার অপেক্ষাটাও আরো দীর্ঘায়িত হলো। পুরো ম্যাচের দৈর্ঘ্য ছিল দুই ঘণ্টা ৫৫ মিনিট।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে হাজির হন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এছাড়াও সাবেক টেনিস তারকাসহ অন্যান্য ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এর আগে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের ঘরের ছেলে অ্যান্ডি মারেকে ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ফেদেরার। আর সেমির অন্য ম্যাচে ফ্রেঞ্চ তারকা গ্যাসকুয়েটকে সরাসরি সেট ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রত্যাশিত জয় তুলে নেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।