ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

মিক্সড ডাবলসের শিরোপাও হিঙ্গিসের দখলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
মিক্সড ডাবলসের শিরোপাও হিঙ্গিসের দখলে ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ সতের বছর ধরে ‍উইম্বলডনের শিরোপা খরায় ভোগেন মার্টিনা হিঙ্গিস। অবশেষে ২০১৫ সালে এসে তার অপেক্ষার অবসান ঘটল।

নারী ডাবলসের পর মিক্সড ডাবলসের শিরোপাও জিতে নিয়েছেন এ সুইস টেনিস তারকা।

দুই ভারতীয়কে নিয়ে দুটি শিরোপা জেতেন হিঙ্গিস। সানিয়া মির্জার সঙ্গে নারী ডাবলস ও লিন্ডার পায়েসের সঙ্গে জুটি বেধে মিক্সড ‍ডাবলস।

হিঙ্গিস-পায়েসের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার আলেক্সেন্ডার পিয়া ও হাঙ্গেরির তিমিয়া ব্যাবোস। মিক্সড ডাবলসে তারা সরাসরি সেট ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের মিক্সড ডাবলস শিরোপার স্বাদ নেন হিঙ্গিস।

এর আগে শনিবার (১১ জুলাই) নারী ডাবলসের ফাইনালে রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও ইউক্রেনের এলেনা ভেসনিনা জুটিকে ৫-৭, ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে পরাজিত করেন হিঙ্গিস-সানিয়া জুটি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।