ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

কথা রাখলেন ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
কথা রাখলেন ওজিল ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের ১১ জন শিশুর অপারেশনের ব্যয়ভার বহন করেন মেসুত ওজিল। জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর ঘোষণা দিয়েছিলেন, আরো ২৩ জন ব্রাজিলিয়ান শিশুর সার্জারির খরচ দেবেন।



কিন্তু, ২৩ জনকে কেন সহায়তা করবেন ওজিল? কারণ আর কিছুই নয়। জার্মানির বিশ্বকাপ স্কোয়াডের সদস্য যে ২৩ জন! এ জন্যই তিনি প্রতি একজনের বিপরীতি একজন ব্রাজিলিয়ান শিশুর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

অবশেষে নিজের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে যাচ্ছেন ওজিল। ব্রাজিলের আরো ১১ জন অসুস্থ শিশুর অপারেশনের খরচবাবদ অর্থের যোগান দেবেন ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার।

জার্মান জাতীয় দলের অফিসিয়াল ওয়েবসাইটে ওজিল উল্লেখ করেন, ‘বিশ্বকাপ জয়ের প্রতি এক বছর অন্তর ১১ জন করে ব্রাজিলিয়ান শিশুর অপারেশনের খরচ বহন করতে চাই। এর মাধ্যমে একটি ইতিবাচক চিহ্ন রেখে যাওয়াটাই আমার উদ্দেশ্য। ব্রাজিলের শিশুদের সহায়তা করতে পেরে আমি গর্বিত। অসুস্থ শিশুদের পাশে দাঁড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।