ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত দল নির্বাচনী ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত দল নির্বাচনী ক্যাম্প

ঢাকা: ‘এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৬’ এবং ‘সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৫’ এর খেলায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দল গঠন করা হবে। চলমান সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ৮টি জোন হতে বাছাই খেলোয়াড়দের ট্রায়াল অনুষ্ঠিত হবে।



প্রাথমিকভাবে বাছাইকৃত ১৬০ জন খেলোয়াড় হতে গত ১১ ও ১২ জুলাই মতিঝিলস্থ বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে দুই দিনব্যাপী ট্রায়ালের মাধ্যমে ৫৮ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। এখন ৫৮ জন খেলোয়াড়কে নিয়ে ১৬ হতে ২০ জুলাই পর্যন্ত ৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে ৩০ ফুটবলার বাছাই করা হবে।

ফলে  বাছাইকৃত ৫৮ জন ফুটবলারকে ক্রীড়া সরঞ্জামসহ ১৫ জুলাই বিকাল ৪টায় মতিঝিলস্থ বাফুফে ভবনে প্রধান প্রশিক্ষক সৈয়দ গোলাম জিলানী ও সহকারী প্রশিক্ষক জাহান-ই-আলম নূরী রাহেলের কাছে রিপোর্ট করার নির্দেশ দেয়া হয়েছে।

ট্রায়ালের মাধ্যমে বাছাইকৃত ফুটবলার হলেন:
গোলরক্ষক- ফয়সল, নাঈম ইসলাম, অন্তর, নাইম হোসেন, পারভেজ, শান্ত ও নূর আলম। সেন্ট্রাল ব্যাক- শাকিল, উত্তম, ইমন, রাশেদ, সোহেল রানা, সাজু, রানা ও  আজিম।

রাইট ব্যাক- জব্বর আলী, অপু, ফাহিম, গোলাম রাব্বী ও সাঈদ আরেফিন। লেফট ব্যাক- ইমন, শাওন ও মাসুদ।

সেন্ট্রাল মিডফিল্ড- বাল্লু, আবু বক্কর, ফাহিম মুর্শেদ, রেজোয়ান কবির, হৃদয়, ফজলে রাব্বী, সাগর, কামরুল ইসলাম, হোসেন আলী, রাজা হোসেন, সাজ্জাদ হোসেন ও শিহাব।

রাইট মিডফিল্ড- জীবন, আতিফ খান, শাওন হোসেন, সোহাগ, সৌরভ ও আরাফাত।

লেফ্ট মিডফিল্ড- ইমরান, বোরহান, কাফসাত তাইয়াস, মামুন ও সাকিব।

ফরোয়ার্ড- রনি, জুয়েল, আরিফ, কাওসার, রাসেল, মিরাজ, সারোয়ার, সেলিম ময় ত্রিপুরা, সাইফুল, ইফতেখার, ফাহিম ও সৈকত।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।