ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

এখনও সেরা ফর্মে আছি: তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এখনও সেরা ফর্মে আছি: তেভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস ছেড়ে এ মৌসুমে ঘরের মাঠ বোকা জুনিয়রসের হয়ে খেলবেন কার্লোস তেভেজ। আর আর্জেন্টাইন এ তারকা বোকায় আবারো ফিরতে পেরে নিজেকে আরো উছ্বাসিত ভাবছেন।

তেভেজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন এখানে। পরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভিদের হয়ে মাঠ মাতিযেছিলেন।

৩১ বছরের এ তারকা গত মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে এ স্ট্রাইকার তিনি সিদ্ধান্ত নেন ঘরের মাঠেই ফিরে আসবেন। আর তিনি জানান, এখন তিনি তার ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন।

তেভেজ বলেন, ‘বোকা ছাড়ার সময় আমি ২০ বছরের ছিলাম। এখন আমার ৩১, আমি এখন অনেক অভিজ্ঞ। আমি তরুণ ফুটবলারদের জন্য উদাহারণ হতে চাই। এই মুহূর্তে আমি সেরা ফর্মেই রয়েছি। ’

তিনি আরো বলেন, ‘আমি অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওন আমার প্রতি আগ্রহ দেখানোয় আমি তাকে ধন্যবাদ জানাই। তবে আমার পছন্দ বোকা, আমার ঘর। ’

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।