ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

গাজী রেটিং দাবায় জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
গাজী রেটিং দাবায় জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ‘গাজী হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং দাবা’ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট লাভ করেন।



আর সাড়ে সাত পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ রানারআপ এবং একই ক্লাবের উতেন তৃতীয় স্থান লাভ করেন। পরাগ ও উতেনের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে তাদের স্থান নির্ধারণ করা হয়।

বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার পান জামাল উদ্দিন, নয়ন কুমার মোহন্ত, মনিরুজ্জামান মাসুদ, আরিফুর রহমান, শাহাদাত সামনুর, খন্দকার সুমাইয়া, আহেলী সরকার ও অনতা চৌধুরী।

মঙ্গলবার (১৪ জুলাই) খেলা শেষে জাতীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেষ রাউন্ডের খেলায় জিয়া পল্লবকে, পরাগ সোহেলকে, উতেন এনায়েতকে, শহিদুল লাভলুকে, সিরাজ রবিউলকে, মিনহাজ ইব্রাহীমকে, মামুন মোস্তফাকে, মাসুম সায়মনকে, মিঠু ইকরামুলকে, জাবেদ আমিরকে, রেজা সব্যসাচীকে, শরীফ মানিককে, সাগর বদরুলকে হারান। ইমন স্মরনের সঙ্গে ড্র করেন। সুব্রত আব্দুল্লাহ আল-সাইফের বিপক্ষে ও জামাল বেলাল হোসেনের বিরুদ্ধে ওয়াক ওভার পান।

৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতির এ প্রতিযোগিতায় এক গ্র্যান্ডমাস্টার, এক আন্তর্জাতিক মাস্টারসহ ১২৭ দাবাড়ু অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ দেড় লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।