ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

লিগের সূচি অপরিবর্তিত!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
লিগের সূচি অপরিবর্তিত!

ঢাকা: শেষ পর্যন্ত বাফুফের সূচি অনুযায়ী ১৭ জুলাই মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের খেলা। সকল ক্লাবগুলো বাফুফের সিডিউল অনুযায়ী ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’ এর দ্বিতীয় পর্বের খেলা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী খেলতে একমত হয়েছে।



ফলে, চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী ঈদে মাত্র তিনদিন ছুটি পাচ্ছেন ফুটবলারা।

ঈদুল ফিতর উপলক্ষে সরকারী ৩ দিনের নির্ধারিত ছুটি রয়েছে। যা ১৭ জুলাই শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে। আর চাঁদ দেখার উপর নির্ভর করে ২০ জুলাইও ছুটি থাকতে পারে। তবে পেশাদার লিগের সূচি অনুযায়ী ঈদের আগের দিন ১৭ জুলাই দুটি ম্যাচ মাঠে গড়াবে!

কারণ, ঈদের আগে ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত খেলা রয়েছে সূচিতে। সেদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকেল ৪টা ১৫ মিনিটে দিনের প্রথম খেলায় মাঠে নামবে সকার ক্লাব ফেনী ও রহমতগঞ্জ। এরপর সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মোহামেডান ও ফরাশগঞ্জ।

বাফুফে সময়মত লিগ শেষ করার জন্য মূলত ঈদের ছুটি রেখেছে ১৮, ১৯ ও ২০ জুলাই তিন দিন। এরপর আবার শুরু হবে নিদিষ্ট সিডিউল দিয়ে লিগের বাকী ম্যাচ। কিন্তু ক্লাবগুলো এক হয়ে ১৭ তারিখের খেলা বন্ধ রাখার জন্য বাফুফেকে জানায়। বাফুফে সিডিউল পরিবর্তন করা নিয়ে বিপাকে পড়ে যায়।

ফলে গত ১৩ জুলাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরী মিটিং ডাকলেও শেষ পর্যন্ত সেদিন মিটিং হয়নি। তবে একদিন পর মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সভা বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত করেন। সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান  আব্দুস সালাম মুর্শেদী।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’ এর দ্বিতীয় পর্বের খেলা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্ধারণ করার জন্য সব ক্লাব সম্মত হয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।