ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

মানসিক দুর্বলতায় সানচেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
মানসিক দুর্বলতায় সানচেজ! ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আলেক্সিস সানচেজকে ট্যাকল করে লাল দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের জর্জ ফুসাইল। দেরিতে হলেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এ ডিফেন্ডার।

সানচেজকে রীতিমত মানসিকভাবে দুর্বল বলে সম্বোধন করেছেন।

গত ২৫ জুন শেষ আটের ম্যাচটিতে ফুসাইল ছাড়াও লাল কার্ড দেখেন এডিনসন কাভানি। খেলার শেষদিকে মাউরিসিও ইসলার একমাত্র গোলে সেমি নিশ্চিত করে চিলি। আর ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো কোপা জয়ের উল্লাসে মাতে চিলিয়ানরা।

এক সাক্ষাৎকারে ফুসাইল বলেন, ‘কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে সানচেজের কারণেই আমাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। আমিই প্রথমে বলে টাচ করি। দৌড়ানোর সময় সানচেজের গায়ে আমার পা লাগে। অন্য কোনো ফরোয়ার্ড হলে লাফ দিয়ে সরে যেত। কিন্তু, সে তা করেনি। এটা দেখে আমার মনে হয়েছে, সে মানসিকভাবে দুর্বল। ’

উরুগুইয়ান ডিফেন্ডার ‍আরও বলেন, ‘সবচেয়ে খারাপ মুহূর্তটি হচ্ছে, ম্যাচ চলাকালীন সময়ে সে রেফারিকে বলে আমি নাকি তাকে লাথি মেরেছি। রেফারি অবশ্য সাড়া দিয়ে বলেন, তুমি তোমার কাজ করো তারা তাদেরটা করবে। কিন্তু, আমাকে লাল কার্ড দেখানোটা মোটেও ন্যায্য ছিল না। ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।