ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

অনুশীলনে রোনালদোকে পেপের আঘাত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
অনুশীলনে রোনালদোকে পেপের আঘাত (ভিডিও) ছবি : সংগৃহীত

ঢাকা: নিত্য দিনের মতোই চলছিল রিয়াল মাদ্রিদের অনুশীলন। রোনালদো-বেল-বেনজেমারা স্বাভাবিকভাবেই নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন।

একে অপরের সঙ্গে দুষ্টুমি-খুনসুঁটিতে সময় পার করেন। কিন্তু, মজা করতে গিয়েই উল্টো খানিকটা আহত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

স্বদেশী ডিফেন্ডার পেপের পায়ের ‍আঘাতে অ্যাঙ্কেলে চোট পান রোনালদো। পর্তুগিজ তারকা গুরুতর কোনো ইনজুরিতে না পড়লেও আরেকটু হলেই হিতে বিপরীত হতে পারত।

অনুশীলনের সময় মজার বশেই পেছন থেকে পেপেকে ধাক্কা দেন রোনালদো। পেপেও ছিলেন সুযোগের অপেক্ষায়। সিআর সেভেনের কাছে বল আসতেই তা ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত সতীর্থের ডান পায়ে ট্যাকল করে বসেন। সঙ্গে সঙ্গেই পায়ে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনবারের এ বিশ্বসেরা খেলোয়াড়।

রোনালদোর অঙ্গভঙ্গি দেখে যে কারোরই মনে হবে, তিনি যেন মারাত্মক ইনজুরিতে ভুগছিলেন। অবশ্য এমন কিছু ঘটলে এতক্ষণে রিয়ালের পক্ষ থেকেই জানানো হতো। তাই বিশ্বব্যাপী পর্তুগিজ তারকার ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

মজার ব্যাপার হচ্ছে, এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পেপের দিকে রোনালদো ফিরেও তাকাননি। প্রথমে পেপে এসে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে চাইলে তিনি এড়িয়ে যান। পরে অবশ্য ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ভারান রোনালদোর হাত ধরে তাকে টেনে তোলেন। এরপর তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটলেও অনুশীলন অব্যাহত রাখেন।



বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।