ঢাকা: একই ম্যাচে ব্রাজিল কিংবদন্তি রিভালদো ও তার ২০ বছরের ছেলে রিভালদিনহো গোল করেছেন। দেশটির দ্বিতীয় সারির লিগে মাকেসের বিপক্ষ্যে মোগি মিরিমের ৩-১ গোলে জয়ের ম্যাচে গোল দুটি করেন তারা।
এর আগে সবধরনের ফুটবল থেকে অবসর নিযেছিলেন রিভালদো। তবে নিজ ক্লাবের স্বার্থে প্রেসিডেন্ট হওযা সত্বেও মাঠে নেমেছেন। আর এ ম্যাচ জযের পর টানা দিন ম্যাচে অপরাজিত রইলো তার দল।
রিভালদো ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার ছিলেন। তিনি মূলত ২০১৫ সালের মার্চেই সবধরণের ফুটবলকে বিদায় জানিযেছিলেন। তার সময় তিনি বার্সেলোনা, এসি মিলান ও অলিম্পিকোসে।
বাংলাদেশ সমম: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমএমএস