ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

‘মেসির সঙ্গে রোনালদোর কোন মিল নেই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
‘মেসির সঙ্গে রোনালদোর কোন মিল নেই’ ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্ব ফুটবলে দু’জন তারকাকেই সমর্থকরা সেরা বলে জানে। কেউ এগিয়ে রাখেন লিওনেল মেসিকে কেউবা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

দু’জনই নিজেদের দলের হয়ে র্দুদান্ত সময় পার করেন। তবে বার্সেলোনার সাবেক ডিফেন্ডার মিগুলে অ্যাঙ্গেল নাদাল মনে করেন মেসির সঙ্গে কোন ভাবেই রোনালদোর যায় না।

আর্জেন্টাইন এ অধিনায়কের অসাধারণ ফুটবল শৈলীতে ২০১৪-১৫ মৌসুমে বার্সা ট্রেবল জয় করে। যেখানে তার পারফরম্যান্স ছিল নজর কাড়া। যদিও মৌসুম শেষে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোই এগিয়ে আছেন। কিন্তু নাদালের মতে প্রতিটি ম্যাচের সেরা ফুটবলার মেসি।

এক সাক্ষাতকারে নাদাল বলেন, ‘একজন বিশেষ ফুটবলারকে নিয়ে বার্সা সেরা একটি দল। রোনালদোর পারফরম্যান্স দর্শনীয় তবে সত্যি বলতে মেসির সঙ্গে রোনালদোকে মেলানো যাবে না। ’

তিনি মেসির প্রশংসা করে আরো বলেন, ‘অন্য ফুটবলারদের কাতারে মেসিকে রাখা যায় না। তার উচ্চতা অন্য জায়গায়। কোন ফুটবলারই তার সমান হতে পারবে না। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।