ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বার্সার ভবিষ্যৎ প্রেসিডেন্ট গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বার্সার ভবিষ্যৎ প্রেসিডেন্ট গার্দিওলা! ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের হেভিওয়েট প্রার্থী হুয়ান লাপোর্তা। তবে, কাতালানদের সাবেক কোচ পেপ গার্দিওলার মাঝেও তিনি প্রেসিডেন্টের ছায়া খুঁজে পাচ্ছেন।

তবে তা এখনই নয়। অদূর ভবিষ্যতে!

গার্দিওলার সঙ্গে লাপোর্তার সুসম্পর্ক নতুন কিছু নয়। দুজনই বার্সার ভিন্ন দায়িত্বে ছিলেন। একজন প্রেসিডেন্ট (২০০৩-১০) আর অন্যজন কোচ (২০০৮-১২) হিসেবে। আর তাদের অধীনেই একটি সোনালী সময় পার করে কাতালানরা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা’তে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলাকে রীতিমত প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন লাপোর্তা। ‘আমি পুনরায় বার্সার প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবশ্যই গার্দিওলাকে কোচ হওয়ার প্রস্তাব দেব। বর্তমানে তিনি বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে লুইস এনরিক আগামী মৌসুমেও কোচ হিসেবে থাকবেন। তিনি বার্সার খেলার ধরণে অনেক উন্নতি এনেছেন। ’

সাবেক বার্সা প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘শুধুমাত্র কোচই নন ভবিষ্যতে বার্সার প্রেসিডেন্টও হতে পারেন গার্দিওলা। এমনটি ঘটলে তিনি কাতালানদের ক্লাব ইতিহাসে সেরা প্রেসিডেন্টদের কাতারে পৌঁছাবেন। ’

২০০৮ সালে বার্সার কোচের দায়িত্ব নিয়েই বাজিমাত করেন গার্দিওলা। তার অধীনে প্রথম মৌসুমেই ট্রেবলসহ রেকর্ড ছয়টি শিরোপা জেতে স্প্যানিশ জায়ান্টরা। অদূর ভবিষ্যতে লাপোর্তার কথার বাস্তবায়ন ঘটলে প্রেসিডেন্ট হিসেবেও কি তিনি সফলতা পাবেন?

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।