ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

নতুন কোচের অধীনে অস্ট্রেলিয়ায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
নতুন কোচের অধীনে অস্ট্রেলিয়ায় রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে বাজে সময় কাটিয়েছিল জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হয় সান্থিয়াগো বার্নাব্যুর দলটিকে।

তবে গত মৌসুম শেষেই বদলানো হয় কোচ কার্লোস আনচেলত্তিকে। নিয়োগ দেওয়া হয় সাবেক নাপোলি কোচ রাফায়েল বেনিতেজকে। আর তারই অধীনে এবার অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুম সফরে লস ব্লাঙ্কসরা।

রিয়াল ফুটবলারদের সঙ্গে যোগ দিয়ে বেনিতেজ জানিয়ে দিয়েছেন খেলোয়াড়দের আরো রক্ষনাত্বক হয়ে খেলতে হবে। কারণ তিনি জানেন দলের আক্রমণ ভাগ অনেক শক্তিশালী।

এদিকে গত মৌসুম শেষে আনচেলত্তিকে অপসারণের বিরোধীতা করেছিলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে দলের অন্য কয়েকজন ফুটবলারও চাননি ইতালিয়ান কোচ রিয়াল ত্যাগ কুরক। তাই বেনিতেজের সঙ্গে রোনালদোর কোন দ্বন্দ হয় কিনা তা দেখার বিষয়।

দলকে রক্ষণাত্বক হয়ে খেলা নির্দেশ দেওয়া বেনিতেজ বলেন, ‘আমি এমন একটি দল চাই যারা প্রতিটি খেলাই জিতবে। ’

লা লিগা মৌসুম শরুরু আগে রিয়াল বর্তমানে অস্ট্রেলিয়ায়। সেখানে দলটি ইতালিয়ান ক্লাব রোমা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে। পরে দলটি চীনে এসি মিলান ও ইন্টার মিলানের বিপক্ষেও লড়বে। রিয়াল লা লিগায় নিজেদের প্রথম ম্যাচটি খেলবে স্পোর্টিং গিজনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।