ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
প্রীতি ম্যাচে লিভারপুলের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: প্রীতি ম্যাচে ব্রিসবেন রোয়ারকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। সানক্রপ স্টেডিয়ামে অলরেডসদের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেন জেমস মিলনার।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে লিভারপুলে প‍াড়ি দেন। তার গোলেই জয় নিশ্চিত হয় দলটির।

গত মঙ্গলবার থাইল্যান্ড অলস্টারের সঙ্গে সহজ জয় পেয়েছিল ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। তবে ‘এ’ লিগের দলটির বিপক্ষে জয় পেতে ঘাম ঝড়াতে হয় ইংলিশ জায়ান্টদের।

এদিন ম্যাচের ১৭ মিনিটেই স্বাগতিক মাঠের সুবিধে কাজে লাগিয়ে প্রথমেই এগিয়ে যায় ব্রিসবেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ২৮ মিনিটেই অ্যাডাম লাল্লানের গোলে সমতা পায় সফরকারীরা।

পরে খেলার দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে জর্দান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে দারুন একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন মিলনার। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।