ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আর্সেনালে বেনজেমার চুক্তি নাকোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
আর্সেনালে বেনজেমার চুক্তি নাকোচ ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমার ইংলিশ ক্লাব আর্সেনালে চুক্তির ব্যাপারটি নাকোচ করে দিলেন গানার কোচ আর্সেন ওয়েঙ্গার। কয়েকদিন আগে গোল ডট কমে প্রকাশিত হয়েছিল উত্তর লন্ডনের ক্লাবটি ফ্রেঞ্চ তারকাকে দলে নিতে প্রস্তুত।



আর্সেনাল বর্তমানে এশিয়ান ট্রফির ফাইনাল খেলার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছে। সেখানে শনিবার (১৮ জুলাই) এভারটনের বিপক্ষে লড়বে দলটি।

এ ম্যাচের আগে আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলেন, ‘আমি জানিনা এমন প্রসঙ্গ কোথা থেকে এসেছে। তবে এ মুহূর্তে এমন ব্যাপার হচ্ছে না। আমরা আর কোন ফুটবলারকে চুক্তিবদ্ধ করবো না। আমি দলের বর্তমান স্কোয়াড নিয়ে খুশি। ’

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।