ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আবারো বার্সার প্রেসিডেন্ট বার্তেমেউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
আবারো বার্সার প্রেসিডেন্ট বার্তেমেউ

ঢাকা: আবারো বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জোসেফ মারিয়া বার্তেমেউ। আগামী ছয় বছরের জন্য তিনি সম্ম‍ানিত এ আসনে বসার গৌরব অর্জন করলেন।

আর প্রেসিডেন্ট হতে তিনি প্রতিদ্বন্দ্বী জন লাপোর্তাকে হারান।

শনিবারের (১৯ জুলাই) নির্বাচনে বার্তেমেউ ৫৪.৬৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে লাপোর্তা পান ৩৩.০৩ শতাংশ ভোট। এর আগে গত মাসে আগের সময় শেষে পদ ছাড়েন ৫২ বছরের বার্তেমেউ। পরে অন্তবর্তী কালীন বোর্ডের দ্বারা নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

২০১৪ সালে সান্দ্রো রোসেলের পদত্যাগের পর প্রথমবারের মত কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বার্তেমেউ। সেবার নির্বাচিত হয়েই তিনি কাতার এয়ারওয়েজকে স্পন্সরশীপ দিয়েছিলেন। যদিও এ ব্যাপারটি অনেকেই বিতর্কের চোখে দেখেছিল।

এদিকে বার্সার অফিসিয়াল থেকে নিশ্চিত করা হয় এবারের নির্বাচনে ৪৭,২৭০ ভোট জমা পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।