ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মুলারের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
মুলারের জোড়া গোলে বায়ার্নের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ভ্যালেন্সিয়র বিপক্ষে ৪-১ ব্যবধানের সহজ জয় পেল বায়ার্ন মিউনিখ। বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামের এ ম্যাচে বায়ার্নের হয়ে জোড়া গোল করেন থমাস মুলার।

এছাড়া একটি করে গোল করেন থিয়াগো আলকান্ত্রা ও রবার্ট লেন্ডোভস্কি। আর ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগো।

এদিন বায়ার্নের হয়ে অভিষেক ম্যাচ খেলেন ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস কস্তা। শাখতার দনেস্ক থেকে আসা এ ফুটবলার নিজের প্রথম ম্যাচেই নতুন দলের হয়ে দারুণ খেলেন।

খেলার প্রথমেই লিড নেয় বায়ার্ন। ম্যাচের ১৬ মিনিটে মুলার দলকে এগিয়ে নেন। তবে ম্যাচে ২৭ মিনিটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান রদ্রিগো। কিন্তু সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মুলার আবারো দলের লিড নিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্ব হয়ে ওঠে জার্মান জায়ান্টরা। ম্যাচের ৫৪ মিনিটে আলকান্ত্রা লিড দ্বিগুন করেন। আর ৬৯ মিনিটে লেন্ডোভস্কি একটি গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।