ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সার্জারির পর হাসপাতালে পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
সার্জারির পর হাসপাতালে পেলে ছবি: সংগৃহীত

ঢাকা: সার্জারি করার পর হাসপাতালে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। এর আগে এ বছরের মে মাসে ইউরিনের অপারেশন করেছিলেন ৭৪ বছর বয়সী ব্রাজিলিয়ান।



গত বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। আর সোমবার (২০ জুলাই) ঘরের ফেরার আশা করছেন তিনি।

ব্রাজিলের সংবাদ মাধ্যম থেকে জানা যায় সাবেক সান্তোস ফুটবলারের পেশীতে সমস্যাও ছিল। তবে এটি খুব একটা কষ্টদায়ক ছিল না।

এদিকে হাসপাতালের অফিসিয়াল থেকে তিনবারের বিশ্বকাপ জয়ীর অপারেশনের ব্যাপারে কোন কিছু জানাতে চায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।