ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
প্রীতি ম্যাচে লিভারপুলের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে অ্যাডিলেড ইউনাইটেডের বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় পেল লিভারপুল। প্রাক-মৌসুমে অল রেডসদের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন জেমস মিলনার।

দলের হয়ে অন্য গোলটি করেন ড্যানি ইংস।

অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামের এ ম্যাচে খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

এরই সুবাদে ম্যাচের ৬৭ মিনিটে অ্যাডিলেডের জালে বল জড়িয়ে লিভারপুলের হয়ে লিড নেন ম্যানচেস্টার সিটি থেকে আসা মিডফিল্ডার মিলনার। আর ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ইংস।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।