ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মেজর লিগে যাচ্ছেন দ্রগবা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
মেজর লিগে যাচ্ছেন দ্রগবা! ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক চেলসি তারকা দিদিয়ের দ্রগবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের একটি ক্লাবের সঙ্গে কথা বলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। যদিও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।



এদিকে দ্রগবা যুক্তরাষ্ট্রে খেলার ব্যাপারে কোন রকম গোপনীয়তা রাখতে চাননা। এজেন্ড ছাড়া এ ফুটবলার শিকাগো ফায়ারে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবরে আরো জানানো হয়েছে সিরিআর দল ইন্টারেও দ্রগবা কথা বলছেন। তবে সাবেক আইভরি কোস্টের এ অধিনায়ক জানান, বর্তমানে একটি দলের সঙ্গেই তিনি যুক্ত আছি।

দ্রগবা বলেন, ‘আমি এ অবস্থায় কোন রকম বিচলিত নই। ইন্টার সেরা একটি ক্লাব। আর বর্তমানে যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে আমি তাদের প্রস্তাব শুনবো। কিন্তু এখন আমি মেজর লিগের সঙ্গে কথা বলছি। ’

তিনি আরো বলেন, ‘ইন্টার আমার জন্য অন্য একটি ধাপ। যদি তারা আসলেই আমার প্রতি আগ্রহী হয়। ’

দ্রগবা ইংলিশ ক্লাব চেলসির কিংবদন্তি তারকা। দুই মেয়াদে তিনি ব্লুজদের হয়ে ১৫০টির ওপর গোল করেছেন। ইংলিশ জায়ান্টদের হয়ে ৩৭ বছরের এ স্ট্রাইকার চারটি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।