ঢাকা: ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। সাংহাই স্টেডিয়ামে খেলার শেষ দিকে মারিও গোতজের গোলে কষ্টের জয় পায় বুন্দাসলিগা চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের শুরু থেকেই বায়ার্ন আক্রমণাত্বক হয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিল না। মাঝে ইতালিয়ান জায়ান্ট ইন্টারও কয়েকটি সুযোগ হাতছাড়া করলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে দু’দল। তবে খেলার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে জার্মান জায়ন্টদের আনন্দে ভাসান গোতজে। ৪৬ মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা এ স্ট্রাইকার সিবাস্তিয়ান রোদের অ্যাসিস্টে দারুণ একটি গোল করে দলের লিড পাইয়ে দেন।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমএমএস