ঢাকা: ক’দিন আগেই বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেছিলেন, নতুন মৌসুমে শুধু ট্রেবল নয়, সব ট্রফিই ঘরে তুলতে চায় কাতালানরা। এবারে স্প্যানিশ জায়ান্ট দলটির উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ক্লাবের সতীর্থ নেইমারের সুরেই বললেন, নতুন মৌসুমের সব ট্রফিই জিতবে বার্সা।
কাতালান দলটিতে নিজের প্রথম মৌসুমেই সফল সুয়ারেজ বলেন, গত মৌসুমে আমরা অসাধারণ খেলেছি। কিন্তু এবার আমরা নতুন কিছু লক্ষ্য নিয়ে মাঠে নামব। শুধু ট্রেবল নয়, আমরা আসন্ন মৌসুমের সকল ট্রফি ক্লাবের শোকেসে সাজিয়ে রাখতে চাই।
বার্সার ‘তিন-দানব’ খ্যাত বিশ্বসেরা স্ট্রাইকারদের অন্যতম সুয়ারেজ আরও যোগ করেন, আমি জয়ের জন্য সবসময়ই ক্ষুধার্ত থাকি। কিন্তু, জিততে জিততে ক্লান্ত হয়ে পড়িনা। ২০১৫-১৬ মৌসুমের সব শিরোপা আমি ছুঁয়ে দেখতে চাই।
গত মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা দেল রে জেতা বার্সার সামনে থাকছে আটটি শিরোপা জয়ের হাতছানি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ দিয়ে এনরিক শিষ্যরা নতুন মৌসুমে মাঠে নেমেছে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের পর ট্রেবল জয়ীদের আগস্টে খেলতে হবে একটি ফাইনাল ম্যাচ। জোয়ান গ্যামপার ট্রফিতে সে ফাইনালে ক্যাম্প ন্যুতে বার্সার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট দল রোমা।
কাতালান দলটির সামনে রয়েছে আরও ছয়টি শিরোপার লড়াই। লা লিগা, কোপা দেল রে, সুপারকোপা ডি এসপানা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ২২ জুলাই ২০১৫
এমআর