ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে সান জোস আর্থকোয়াককে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সহজ জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যালিফোর্নিয়া মেমোরিয়াল স্টেডিয়ামে এ ম্যাচে ম্যানইউর হয়ে অভিষেক গোল করেন পিএসভি থেকে ওল্ড ট্রাফোডে পাড়ি দেয়া মেম্পিস ডিপে।
সফরকারী হিসেবে খেলতে যাওয়া ইংলিশ জায়ান্টরা এদিন অসাধারণ ফুটবল খেলে। এরই সুবাদে ম্যাচের ৩২ মিনিটে রেড ডেভিলসদের হয়ে লিড নেন হুয়ান মাতা। আর ৩৭ মিনিটে ডাচ ফুটবলার ডিপে দলের লিড দ্বিগুন করেন।
তবে ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে মেজর লিগের খেলা ফাতাই আলসে আর্থকোয়াকের হয়ে ব্যবধান কমান(২-১)। কিন্তু লিড নিয়েই বিরতিতে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
বিরতি থেকে ফিরে অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানইউ। খেলার ৬১ মিনিটে আন্দ্রে পেরেইরা দলের লিড নিয়ে যান ৩-১ এ। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের সহজ জয় নিয়েই মাঠে ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমএমএস/