ঢাকা: প্রাক-মৌসুম সফরে নিরপেক্ষ ভেন্যু অস্ট্রিয়ায় মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইডে ও ইনট্রেচেট ফ্রাঙ্কফুট। তবে ম্যাচ শেষে ঘটে অনাকাঙ্খিত ঘটনা।
অস্ট্রিয়ার রাজধানী ইউগেনড্রফে অনুষ্ঠিত এ ম্যাচটি শেষে দু’পক্ষের ভক্ত-সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দু’জনকে মেডিকেলে পাঠানোর খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদকর্মীদের থেকে জানা যায়, জার্মান দল ফ্রাঙ্কফুট ম্যাচে ২-১ গোলে জয়ের পর দু’পক্ষের সমর্থকদের লড়াই শুরু হয়। জানা যায় ১০০ ফ্রাঙ্কফুট সমর্থক লিডস ভক্তদের ওপর ঝাপিয়ে পড়েন।
অস্ট্রিয়ার রায়োট পুলিশ অবশ্য পরে ব্যাপারটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যদিও এর আগে কোন রকম দুর্ঘটনা ছাড়াই ম্যাচটি শেষ হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমএমএস