ঢাকা: গ্যাবোনের স্টেডিয়াম পোর্ট-জেন্টিলের ভিত্তি প্রস্থর উদ্বোধন করে ২.৪ মিলিয়ন পাউন্ড নিয়েছেন লিওনেল মেসি। এমনই খবর ছাপিয়েছে ফ্রেঞ্চ অনলাইন ‘ফ্রান্স ফুটবল’।
এ সপ্তাহে আফ্রিকার দেশ গ্যাবোন ভ্রমনে যান মেসি। সেখানে গিয়ে আর্জেন্টাইন এ অধিনায়ক দুর্নীতির অভিযোগ থাকা দেশটির প্রেসিডেন্ট আলী বোঙ্গোর সঙ্গে সাক্ষাত করেন। আর ২০১৭ আফ্রিকা ন্যাশন্স কাপের স্টেডিয়ামের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।
ফ্রান্স ফুটবল তাদের সংবাদে শিরোনাম করে ‘আফ্রিকার এ সংক্ষিপ্ত সফরে ৩.৫ মিলিয়ান ইউরো আয়। খারাপ না!’
এদিকে গ্যাবোনে মেসির আগমন সম্পর্কে বোঙ্গো বলেছেন, ‘কয়েক বছর আগে আমি বার্সেলোনা সফর করেছিলাম, আর মেসির সঙ্গে সাক্ষাত করেছিলাম। তখন সে লিভারভিলে আসার ব্যাপারে জানিয়েছিল। ’
গ্যাবোন পাবলিক ফাইনেন্সের বরাত দিয়ে বঙ্গোর ব্যাপারে জানা যায়, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র সিনেট তদন্ত করে আবিস্কার করেছিল সিটি ব্যাংকে তার নিজস্ব অ্যাকাউন্টে ১৩০ মিলিয়ন ডলার রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমএমএস