ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বার্সার বিপক্ষে নেই ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
বার্সার বিপক্ষে নেই ডি মারিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বার্সেলোনার বিপক্ষে খেলছেন না অ্যাঙ্গেল ডি মারিয়া। এমনটিই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল।

তবে গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

কোপা আমেরিকা শেষ হওয়ার পর আর্জেন্টাইন দুই তারকা ডি মারিয়া ও মার্কোস রোহো ম্যানইউ’র সঙ্গে যোগ দিচ্ছেন। তবে এ মৌসুমে রেড ডেভিলস ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে ডি মারিয়ার যোগ দেওযার কথা রয়েছে।

ফন গাল বলেন, ‘হ্যা, ডি মারিয়া ও রোহো দলে আসছে। তবে তারা খেলতে পারবে না। এটা অনেকটা শোয়েইনস্টাইগারের মত। অবশ্যই ফুটবলারদের আগে বেশি অনুশীলন করতে হবে। ’

এদিকে ডি মারিয়ার ক্লাব ভবিষ্যতের ব্যাপারে ফন গাল অবশ্য কোন কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে ডি গিয়ার রিয়াল মাদ্রিদের যাওয়ার ব্যাপারে বেশ গুঞ্জন চলছে। তবে সান জোস আর্থকোয়াকের বিপক্ষে দলটির প্রথম ম্যাচে এ গোলরক্ষকের হালকা ইনজুরি ছিল বলে ফন গাল জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।